বরিশাল আইনজীবী সমিতির অপেশাদার আইনজীবির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে আইনজীবী সমিতি।
আজ (২৫ জুন) এক সভায় দুইজনের মেম্বারশিপ বাতিল করেছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বার কাউন্সিলে সুপারিশ করবেন বলে জানিয়েছেন সভাপতি ওবায়েদুল্লাহ সাজু।
তিনি জানান, আইন পেশার অন্তরালে সমাজ বিরোধী কর্মকান্ড পরিচালনা করায় বরিশাল অইনজীবী সমিতি দুজনের চেম্বার বাতিলেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরও পাঁচজনের মেম্বারশিপ বাতিল।
জানা গেছে, বেশ কয়েকজন আইনজীবী দির্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িয়ে পরেছেন। এছাড়া আইনজীবী হয়েও অপেশাদার হিসেবে আদালতে নৈরাজ্য সৃষ্টি করছেন।এমন অভিযোগের প্রেক্ষিতে আজ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আ্যাডভোকেট মিলন ও লিখনের চেম্বার বাতিল করা হয়।
এছাড়া অ্যাডভোকেট রুমি, তানভির, মিজান, জুয়েল ও মাছুমের সনদ বাতিলের জন্য ঢাকা বার কাউন্সিলে সুপারিশ পাঠানো হবে বলে ওই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com