বরিশালে ৮ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৪ years ago

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না ও ভেজাল পণ্য বিক্রি করায় ৮ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) বরিশাল নগর ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত অভিযানে নগরের বগুরা রোডে নিউ আল বারাকা মটরস ও মেসার্স ফ্লোরা ট্রেডার্সকে ৫ হাজার করে ১০ হাজার টাকা, আমতলার মোড়ে ওয়ান টু নাইননাইন প্লাস শপকে ৩ হাজার টাকা এবং বাজার ডেলিভারি ডটকম নামক সুপারশপকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন পরিচালিত অভিযানে ২ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তিকে ৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত অভিযানে ৩ ব্যক্তিকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা পরিচালিত অভিযানে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ১শ কেজি রাক্ষুসে পিনহারা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ মাছগুলো ধ্বংস করা হয়।

৮ জন পথচারী ও ক্রেতা এবং একজন ওষুধের দোকানের বিক্রয়কর্মীকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্যরা।