বরিশালে ৮৬ মণ জাটকাসহ ট্রাকচালক ও চালকের সহকারীকে গ্রেফতার করেছে বরিশাল সদর নৌ-থানা পুলিশ।
শুক্রবার ভোরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘরে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন- ট্রাকচালক মো. মিলন ও হেলপার মো. আরিফ।
সদর নৌ থানা পুলিশের এসআই আলোক চৌধুরী জানান, গোপন সংবাদে শুক্রবার ভোরে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘরে চেকপোস্ট বসানো হয়। এসময় বরগুনার আমতলী থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি ট্রাক থেকে ৮৬ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
গ্রেফতার করা হয় চালক ও চালকের সহকারীকে। জাটকা বহনকারী ট্রাকটি জব্দ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
বেলা ১১টার দিকে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ জাটকা দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com