শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো অনুষ্ঠিত হলো বরিশালে ৮ম শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসব ২০১৯। গোটা বাংলাদেশে রয়েছে অসাম্প্রদায়িকতা নজীর বিহীন উদাহরণ। বিশেষ করে বরিশালে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন। আজ ১১ অক্টোবর শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হলো ৮ম শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসব ২০১৯, আয়োজন করে পূজোর ভ্যান সামাজিক সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি পূজোর ভ্যান সামাজিক সংগঠন ভানু লাল দে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), র্যাব-৮ এর প্রতিনিধি এএসপি। অতিথি ছিলেন সংস্কৃতিজন এস এম ইকবাল, প্রবীণ আইনজীবী এডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, ধর্মরক্ষ্মিনী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপুসহ বরিশালের সকল পূজা মণ্ডপের সদস্যরা এবং অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ গুলোর মাঝে সম্মাননা স্মারক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।