বরিশালে ৭ মার্চে মহানগর ও জেলা আওয়ামীলীগের কর্মসূচী গ্রহণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

 

কর্মসূচীর মধ্যে রয়েছে সূযোর্দয়ের পরে জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

 

বিকেল সাড়ে ৩ টায় জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা। সকল কর্মসূচীতে সর্বস্তরের নেতাকর্মীগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীর।