বরিশালে ৭৪ কিলোমিটার গতিতে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালের উপর দিয়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বয়ে গেছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ো হাওয়া। বাতাসের সাথে আকাশে কালো মেঘমালার সাথে ছিল গুড়িগুড়ি বৃষ্টি।

তবে মৌসুমের প্রথম এ ঝড়ে বরিশালের কোথাও তেমন কোন ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। অবশ্য ঝড়ের বাতাশে শীতল করে দিয়েছে বরিশালের জনপদ।

আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার (৩ মার্চ) সকাল পৌনে আটটার দিকে শুরু হওয়া এ ঝড়ো বাতাশের তান্ডব চলে প্রায় ২৫ মিনিট। এসময় মেঘের গুম গুম ডাকে কম্পিত হয়ে ওঠে বরিশালের আকাশ।

বরিশাল আবহাওয়া অফিসের বেলুন মেকার বেল্লাল হোসেন বিএসএল নিউজকে জানান, চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়োহাওয়া বরিশালের উপর দিয়ে বয়ে গেল।

এ সময় বাতাসের গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার (৪০ কেটিএস)। পরে আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে স্বাভাবিক হয়ে যায়। তখন আবহাওয়ার স্বাভাবিক তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি।

আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।