বরিশালে প্রায় ৬ লাখ পিস গলদা চিংড়ির রেণু পোনা ও ১৮ পিস কচ্ছপসহ ২ জনকে গ্রেফতার করেছে মৎস অধিদপ্তর ও কোস্ট গার্ড। পাশাপাশি রেনু পোনা বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ ও গ্রেফতার দুই জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (২২ মে) সকাল ৯টায় এই রেনু পোনা ও কচ্ছপ জব্দসহ ২ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস অধিদপ্তরের মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল দাশ।
বিমল দাশ জানান, রেনু পোনা ও কচ্ছপ নিয়ে এক ট্রাক ভোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মৎস অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ ড্রামে ৬ লাখ পিস রেনুপোনা ও ১৮ কচ্ছপ জব্দ করা হয়। এ সময় ট্রাকসহ দুই জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা রেণু পোনা ও কচ্ছপের বাজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
তিনি আরও জানান, পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে রেনু পোনা ও কচ্ছপ শনিবার রাতে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া গ্রেফতার দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।