বরিশালে ৬ জেলেকে জেল, ৫ জেলেকে জরিমানা

:
: ৬ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ ১৬ অক্টোবর বরিশাল সদর এলাকার কীর্তন খোলা এবং আরিয়ালখা নদী থেকে মা ইলিশ মাছ ধরার অপরাধে। মোবাইল কোট পরিচালনা করে ১১ জেলেকে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ বইন ১৯৫০ এর ৫/১ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ জন জেলেকে ১ বছরের বিনাশ্রম কারা দন্ড এবং ৫ জন জেলেকে তাদের বয়স এবং অপরাধ বিবেচনা করে ২ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।

মোবাইল কোট পরিচালনা করেন রেজওয়ানা কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। ১ বছর সাজা প্রাপ্তরা হলেন মোঃ লিটন (২৪), মোঃ নাছির মোল্লা (২৬), মোঃ শাহাদাত হাং (২২), মোঃ দুলাল মাতুব্বর (৬০), মোঃ আলাল সিকদার (২৫), মোঃ মনির হাওলাদার (২৫)। ২ হাজার টাকা জরিবানার সাজা প্রাপ্তরা হলেন মোঃ জসিম, মোঃ শাহিন, মিন্টু, সজিব, আরিফ।এসময় উপস্থিত ছিলেন বিমল চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা ইলিশ, বরিশাল, সহ পুলিশ এবং কোস্ট গার্ড এর সদস্যরা।