বরিশালে ৬ জেলায় ১২৮৪ মন্ডপে পূজা

লেখক:
প্রকাশ: ৬ years ago

দেখতে দেখতে শুভ মহালয়ার ক্ষণ চলে এলো। রাত পোহালেই মহালয়ার যজ্ঞ শুরু। এ বছর ২৩ শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার, ৭ ই অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ, সনাতন ধর্মাবলম্বীদের পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নেরও শুরু।

মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা পা রাখবেন মর্ত্যলোকে। দেবীকে বরণ করতে চারদিকে সাজসজ্জার অন্ত নেই। জানা গেছে, এ বছর বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১২৮৪টি মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গোৎসব। যারমধ্যে সবচেয়ে বেশি মন্ডপ রয়েছে বরিশাল জেলায়। বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য মতে, বরিশাল জেলায় ৫৬৩টি, পটুয়াখালী জেলায় ১৭২টি, ভোলা জেলায় ১০৫টি, বরগুনা জেলায় ১৫১টি, পিরোজপুর জেলায় ১০৮টি এবং ঝালকাঠি জেলায় ১৮৫টি সহ বরিশাল রেঞ্জে মোট ১২৮৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হবে। আজ (৭ অক্টোবর) দুপুরে রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা প্রদানে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম। আরও উপস্থিত ছিলেন, কর্নেল (ডিজিএফআই) জিএম শরিফুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আজাদ মিয়া, রেঞ্জ অফিস বরিশালের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান প্রাং, র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক, এপিবিএন-১০ বরিশালের অধিনায়ক, বরিশাল রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, নৌ-পুলিশ বরিশাল ও এনএসআই’র প্রতিনিধি এবং বরিশাল রেঞ্জের সকল জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারিসহ বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় পূজা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়, পূজা কমিটির করণীয়, পূজা শেষে প্রতীমা বিসর্জন ও পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।