বরিশালের ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে সিটি করপোরেশন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার রাতে নগরীর ঐতিহ্যবাহী বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীর সেনানী হাবিলদার আঃ ছত্তার বীর উত্তম (অব.), সুবেদার আয়জউদ্দিন আহমেদ বীর প্রতীক (অব.), নৌ কমান্ড সৈয়দ আবুল বাশার (অব.), প্রদীপ কুমার ঘোষ পুতুল এবং অ্যাডভোকেট তোফাজ্জেল হক চৌধুরী খোকার হাতে ফুলের তোরা এবং সম্মাননা ক্রেস্টসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি সিটি মেয়র আহসান হাবিব কামাল।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সাঈদ, র্যাব-৮ উপ-অধিনায়ক মেজর মো. রাকিবুজ্জামান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোকলেছুর রহমান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।