বরিশালে ৫ দফা দাবী আদায়ের লক্ষে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই কর। সমন্বয় পরিষদের ৫ দফার সংগ্রাম চলছে চলবে এ শ্লোগান নিয়ে সরকারী দপ্তরে দাস প্রথার ন্যায় আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে শুন্য পদে নিয়োগ প্রদান করতে হবে, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুর্নবহল, শতভাগ পেনশন ভাতা প্রদান, নতুন বেতন স্কেল অনুযায়ী ১ঃ২৩০ টাকার স্থলে ১ঃ৫০০ টাকা পেনশন প্রদান, সচিবালয়ের ন্যায় সমকামে সম মর্যদা প্রদান ও পদবী পরিবর্তন, বেতন বৈষম্য নিরসনে ১০টি বেতন স্কেল চালু, দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে মানসম্মত রেশন প্রদান, মূল বেতনের ২০% ঝুঁকি ভাতা প্রদান, ব্যাংকের ন্যায় কর্মচারীদের গৃহ নির্মানবাবদ ঋণ প্রদান, নার্সদের গাড়ী চালক ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাসিক বেতনের সাথে ৩০০০টাকা সাজ-পোষাক বেতন ভাতা প্রদান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগকৃত কর্মচারীদের বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবী আদায়ের দাবীতে আজ মঙ্গলবার সকাল পোনে বারটায় দেশব্যাপি জেলা প্রশাসক দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে বরিশাল জেলা প্রশাসক দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল বিভাগীয় জেলা শাখা।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্বা মোঃ আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ মানিক মৃধা, যুগ্ম সম্পাদক কবীর সেলিম,যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন,যুগ্ম সম্পাদক হানিফ মাহমুদ,যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ,বসির আহমেদ,আঃ হাতেম আনিস,আলমগীর হোসেন,ইউসুফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্ধ। বক্তরা বলেন সরকারী কর্মচারীদের প্রতি যে বৈষম্য আচরন করা হচ্ছে তা বন্ধ করে তাদের ন্যায় দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোড় দাবী জানান।