বরিশালে ৫৮ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

অনলাইন ডেস্ক ॥ বরিশাল- এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৩ নভেম্বর (মঙ্গলবার) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুলের নেতৃত্বে এসআই বশির, এসআই এনামুল হক, এএসআই জুয়েল ভুইয়া, এএসআই মিজানুর রহমান, এএসআই জব্বার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালানো হয়।

এ সময় চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা সোহরাব সরদারের ছেলে শাহিন সরদার (২০) কে বটতলা নামক স্থান থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও রহমতপুর ইউনিয়নের দারিকা গ্রামের বাসিন্দা মৃত ফারুক হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (৩৮) কে কামিনি ফিলিং স্টেশন সংলগ্ন দেহ তলল্লাশী করে ৬ পিস ইয়াবা ট্যাবলে সহ তাদের আটক করা হয় ।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।