শামীম আহমেদ \ বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল সরবরাহ করার অপরাধে মাদক সরবরাহকারী বাবলু রহমানকে ৭ বছর কারাদন্ড সহ ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ ২০ ফেব্রয়ারি রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়সা নাসরীন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত বাবলু ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার দুলানন্দী আটপাড়া এলাকার অলিয়ার রহমানের ছেলে । বেঞ্চ সহকারি রেজাউল ইসলাম লিটন জানান, ২০১১ সালের ৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতোয়ালি মডেল থানার এ এস আই শেখ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরীর সিটি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৫৮৬ বোতল ফেন্সিডিলসহ বাবলুকে আটক করে। জিজ্ঞাসাবাদে বাবলু বিভিন্ন জেলায় মাদক বিক্রির কথা স্বীকার করে ।
এঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় তাকে অভিযুক্ত দেখিয়ে মামলা দায়ের করা হয়। একই বছর ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা থানার এস আই কমলেস চন্দ্র হালদার আদালতে চার্জশীট জমা দেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্থ হলে আদালত আসামীকে ওই দন্ডাদেশ দেন।
রায় শেষে আসামীকে সাজাভোগে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com