সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি এই স্লোগান নিয়ে আজ ২৪ অক্টোবর শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসন এবং বরিশাল দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৫২ তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধি সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি আইউব আলী হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোঃ রাসেল, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সমাজসেবা সহায়তা কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডাঃ মননুজা রহমানসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পারে অনুষ্ঠানে জেলার ২ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল খাদ্য সহায়তা দেয়া হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com