দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে আজ ৪ আগস্ট বুধবার রাত ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ৫০ জন দরিদ্র অসহায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল মোঃ সোহেল মারুফ, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা প্রমূখ। এসময় জেলা প্রশাসক ৫০ জন করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন।