শামীম আহমেদ: ইলেকট্রিক মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল নিতীমালায় ব্যাটারি রিকশা ও ইজিবাইককে অন্তর্ভূক্ত করে লাইসেন্স প্রদান করা সহ ৫ দফা দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয় বরাবর স্বারকলিপি প্রদান করে রিকসা,ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি।
আজ সোমবার (১১ই) অক্টোবর বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাইন হল সম্মুখ সদররোডে একর্মসূচি পালিত হয়।
রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ইমরান হাবিব রুমন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারন সম্পাদক মানিক হাওলাদার,শ্রমিক নেতা মনির হাওলাদার,সেকেন্দার,রুবেল হাওলাদার,শহিদ মিয়া ও জব্বার প্রমুখ।
পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে তাদের দাবী নামার স্বারকলিপি প্রদান করেন।
এর পূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সদররোড মানববন্ধন কর্মসূচি অংশ গ্রহন করে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com