বরিশালে লাইসেন্স ব্যতিত ফার্মেসি পরিচালনা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে নগরের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় লাইসেন্স ব্যতিত ফার্মেসি পরিচালনা করা, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ ইনস্পেক্টর অদিতি স্বর্ণা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরীর জানান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com