বরিশাল নগরীতে পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ফল-মূলে ফরমালিনের উপস্থিতি নির্ণয় সংক্রান্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার ৮ মে বরিশাল বিভাগীয় অফিস কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে- বরিশাল নগরীর নথুল্লাবাদ ফলের বাজারে ১২টি ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২টি ফলের দোকানের মধ্যে ৪টি ফলের দোকানের আম ও আঙ্গুর ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়।
পরবর্তীতে মেসার্স কামাল ফল স্টোর, মেসার্স লাবনী ফল ঘর, মেসার্স মিন্টু ফল ভান্ডার ও সাগর ফল ভান্ডার নামের ৪ প্রতিষ্ঠানের ৩০ কেজি আম ও ১৪ কেজি আঙ্গুর জনসম্মুখে ধ্বংস করা হয়।