বরিশালে শুরু হয়েছে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিজন শাহান আরা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
সমন্বয় পরিষদ সভাপতি অ্রাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক নাট্যজন সৈয়দ দুলাল, সমন্বয় পরিষদের পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর।
এর আগে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন খেলাঘর বরিশালের শিল্পীরা। পরে উদীচীর পরিবেশনায় সংগীত, ব্রজমোহন থিয়েটারের পরিবেশনায় নাটক ‘রক্তদোষ’ এবং শেষে মামুন সরকার ও তার দলের পরিবেশনায় জারিগান পরিবেশিত হয়। আগামী ২৭ জানুয়ারি শেষ হবে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com