শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ৪ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল এর আয়োজনে। ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকির, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি ও উদ্বোধকসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। ছাত্রদের দলগত খেলা ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত)। ছাত্রীদের দলগত একই খেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও ক্রিয়া প্রতিযোগিতা (এ্যাথলেটিকস) ছাত্রী বড় ও মধ্যম দল, ছাত্র বড়, মধ্যম ও ছোট দল, দড়িলাফ (ছাত্র ও ছাত্রী)। আগামী দুই দিন চলবে এই ক্রিয়া প্রতিযোগিতা। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, বিকেল আড়াইটায় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে।