বরিশালে ৩ শ্রমিককের ৩ শিশু মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে অভিযুক্তদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সমাজতান্ত্রিক ফ্রন্টের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, বাবুল তালুকদার এবং শহীদুল ইসলাম। এছাড়া দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহিলা পরিষদ নেত্রী প্রতীমা সরকার।
বক্তারা সাম্প্রতিক সময়ে নগরীর চাঁদমারীতে শিশু সাথী হত্যা, কাশীপুরে শিশু সিমা ধর্ষণ ও হত্যা এবং ভাটিখানায় শিশু সুহাইমা ধর্ষণকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে নগরীর বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল করে তারা। পরে তারা জেলা প্রশাসকের কাছে দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com