বরিশালে আজ ৩ লাখ ৫৩ হাজার ১শ’ ৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেওয়া হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৪৮ হাজার ৭শ’ ৮৫ জন এবং জেলায় ৩ লাখ ৪ হাজার ৩শ’ ৫১ জন শিশুকে ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আজ সকাল ৯টা থেকে কার্যক্রম চলছে।
সকাল সাড়ে ৯টায় নগরীর জুমির খান সড়কে আমজাদ-আখতার নগর স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্ধোধন করেন সিটি করপোরেশনের সচিব ইসরাইল হোসেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্মতা ডা. মতিউর রহমান এবং ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।
বরিশালে নগরীতে টিকাদান কেন্দ্রর সংখা ২২০টি এবং জেলায় কেন্দ্র ২ হাজার ৪০টি। বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com