জেলার বাকেরগঞ্জে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, লেবেলবিহীন খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও সংরক্ষণের দায়ে ৩টি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কালিগঞ্জ বাজার ও বাকেরগঞ্জ বন্দর বেকারির কারখানাগুলোতে ভেজালবিরোধী অভিযান চালায়।
এ সময় কালীগঞ্জ বাজারের বরিশাল বেকারিকে ১০ হাজার, সৈকত ব্রেডকে ২০ হাজার ও রোজ ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল জানান, বাকেরগঞ্জ বন্দর ও কালিগঞ্জবাজারে ৩টি বেকারির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেকারিগুলোতে খাদ্য পণ্য উৎপাদনসামগ্রীতে বিষাক্ত রঙ, কেমিক্যাল ব্যবহারসহ ভেজালের নানা আলামত পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ২টি বেকারিকে ৪০ হাজার টাকা ও আরেকটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাকেরগঞ্জ থানার এস আই শামিমসহ পুলিশের একটি টিম উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com