বরিশাল নগরীতে ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহায়তায় এ অভিযান চালানো হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহায়তায় নগরীর কাউনিয়া এলাকার ইত্যাদি ফুড প্রোডাক্টস, আনন্দ ফুড প্রোডাক্টস ও বান্দ রোডের বিসিক ও মোল্লা স্টোরে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় তিনটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।
সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইত্যাদি ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার, আনন্দ ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার এবং মোল্লা স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com