বরিশালে ৩ কেজি গাঁজাসহ আটক-২

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক হরিদাস নাগ এ অভিযানটি পরিচালনা করেন। শুক্রবার বিকের সাড়ে ৫ টার দিকে আটক করা তাদের।

সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাওসার আহম্মেদ (২৪), পিতা- মোঃ ফজল হক, মাতা- মোসাঃ আয়েশা বেগম, সাং- বালুথুবা, ফরিয়াবাড়ী, বালুথুবা ইউপি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুরকে আটক করে।

পরবর্তিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে জড়িত আসামী ইউসুফ @ ইউসুপ @ ইউসুব সরদার (৪২), পিতা-মোঃ তোফলেয় আহম্মেদ @ তোফায়ের সরদার, মাতা- মোসাঃ আনোয়ারা বেগম, সাং- মাছিম নগর, সরদার বাড়ী, ০৮নং ওয়ার্ড, পরবর্তী নগর ইউপি, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুরকেও আটক করেন।

আটকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় বরিশাল গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) ফিরোজ আলম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।