বরিশাল সদর উপজেলার তালতলী এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৩০মন জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড। শনিবার (৪ নভেম্বর) সকালে দিকে কোষ্ট গার্ড (দক্ষিন জোন ) বরিশাল স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এ জাটকা ইলিশ জব্দ করে।
কোষ্টগার্ডের পেটি অফিসার মোঃ সাইদুর রহমান জানান, ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ (৯ ইঞ্চির কম সাইজের) আহরন, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ভোরে বরিশালের কীর্তনখোলার তালতলী নদীতে অভিযান চালিয়ে ৩০মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি।
তিনি আরো জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস ও বরিশালের সিনিয়র মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com