নদীতে জোয়ার হওয়ায় যাত্রা করেছে বরিশালের বাকেরগঞ্জে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে আটকাপড়া এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামের দু’টি লঞ্চ। দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে শুক্রবার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে লঞ্চ দু’টি ঢাকার উদ্দেশ্যে পুনরায় রওয়ানা হয়।
এর আগে লঞ্চ দু’টি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে বাকেরগঞ্জের কারখানা নদীতে আটকা পড়ে।
সুন্দরবন লঞ্চের সুপারভাইজার ইউনুস হোসাইন জানান, নাব্যতা সংকটের কারণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ রাত সাড়ে ৭টার দিকে ডুবোচরে আটকা পড়ে।
দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও লঞ্চ দু’টি চালনা সম্ভব হয়নি। পরে সেখানে নোঙর করে রাখা হয় এবং জোয়ার হলে রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com