বরিশালে ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হ‌লো ঈদ উপহার

লেখক:
প্রকাশ: ৩ years ago

২৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল বরিশাল আল মামুন তালুকদার, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ বরিশাল, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, তৈল, পেয়াজ, চিনি, লবন, সেমাই, দুধ ও কিসমিসসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।