বরিশালে ২ ঔষধ কোম্পানীকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশালে অনুমতি ব্যতিরেকে ওষুধ মজুতকরণ ও যথাযথ সংরক্ষন না করার অপরাধে ২ টি ঔষধ কোম্পানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে আজ মঙ্গলবার ২৩ নভেম্বর দুপুর ২ টার দিকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল এর নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশন এর সিএন্ডবি রোড সংলগ্ন গোরস্থান রোড এলাকায় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এসময় ঔষধ আইন, ১৯৪০ এর কয়েকটি ধারা উপধারা লঙ্ঘন করে লাইসেন্স ও অনুমতি ব্যতিত ওষুধ মজুতকরণ ও যথাযথ ভাবে সংরক্ষন না করার অপরাধে ২ টি ঔষধ কোম্পানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এপেক্স ফার্মা লিমিটেড কে ৫ হাজার টাকা এবং এস্ট্রা বায়োফার্মা লিমিটেড কে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।