বরিশালের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২ টি ইটভাটাসহ তিন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (১৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়। যেখানে বরিশালস্থ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা সহযোগীতা করেন। রাতে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় কর্তৃক রোববার দিনভর বরিশালের বিভিন্ন এলাকায় এলাকায় বাজার ও শিল্প-কারখানা পরিদর্শন ও তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ইট পরিমাপে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক বাবুগঞ্জ থানাধীন মেসার্স হাসান ব্রিকস্ এর প্রোপাইটর মোঃ রফিকুল ইসলাম (৩৮)কে ৩০ হাজার টাকা এবং মেসার্স ইসলাম ব্রিকস্ এর প্রোপাইটর মোঃ মিলন হোসেন (৩৮) কে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া পন্যের মেয়াদ উর্ত্তীর্নের তারিখ এবং মূল্য লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক বরিশাল নগরের কাউনিয়া থানাধীন বিসিক শিল্প এলাকার মেসার্স মমতা ড্রিংকিং ওয়াটারের প্রোপাইটর মোঃ মাহবুব হাসান (৩৫) কে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টিঃ) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও মোঃ শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com