বরিশালে ২৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে ২৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (০৭ আগস্ট) বিকেলে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে ১২ লাখ মিটার ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকা থেকে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৯ কোটি ৮০ লাখ টাকা।

পরে স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।