বরিশালে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারীর সন্তানদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু উদ্যান বরিশালে। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর বরিশাল জেরান্ড অলিভার গুডা, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, বরিশাল জেলার ১০ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি বৃন্দরাসহ বিভিন্ন অতিথি বৃন্দের পাশাপাশি ১০ টি উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তান অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

ন অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ২ টায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।