বরিশালে ২শ’ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৫ years ago

অনলাইন ডেস্কঃ বরিশালের চিহ্নিত মাদক সম্রাট মেহেদী হাসান ওরফে রিফাত এবার এয়ারপোর্ট থানা পুলিশের জালে ধরা পড়েছে। নিয়মিত চেকপোষ্ট বসানোর কারণে নগরীর গড়িয়ারপাড় এলাকা থেকে মাদক সম্রাট রিফাতকে আটক করতে সমর্থ হন এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত রিফাত নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার সীমা বৌদি’র ভাড়াটিয়া আঃ মজিদ খানের ছেলে। থানা সূত্রে জানা যায়, আজ রবিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপাড়ে চেকপোষ্ট বসায় এয়ারপোর্ট থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে পরিচালিত চেকপোষ্টে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই অরবিন্দ বিশ্বাস, এসআই আবু সাঈদ ও এসআই এনামুল হক। এ সময় মাদক সম্রাট রিফাত একটি দেড়শ’ সিসি সুজুকি মটরসাইকেল নিয়ে দ্রুত বেগে ওই স্থান থেকে যাচ্ছিল। তাকে থামার জন্য সিগন্যাল দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইণে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ২৭) ২৭-১-১৯।