বরিশালে ২টি চোরাই মটর সাইকেলসহ ২ চোর আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল বরিশাল সদর জোনাল অফিসের গ্রামীন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের মটর সাইকেল চুরি হয়ে যায়। গত ০৪ ফেব্রুয়ারী এয়ারপোর্ট থানাধীণ ২৮নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ মাছ বাজারের সামনে পাঁকা রাস্তায় ব্যবহৃত মোটরসাইকেল রাখলে সেটি চুরি হয়ে যায়।

এঘটনায় ওই কর্মকর্তা এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডাইরি করেন। সাধারণ ডাইরির সূত্র ধরে এয়ারপোর্ট থানার চৌকোস পুলিশ পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন এবং এস আই রায়হানের নেতৃত্বে এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজার থেকে ০৫ ফেব্রুয়ারী রাত পৌনে ২ টার দিকে চোরাই মোটরসাইকেল বিক্রয়কালে হাতেনাতে চোর তৌসিফ রাব্বি (২৬)কে আটক করে। আটকৃত ব্যক্তিকে নিয়ে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ।

জানায় যে, চোর চক্র বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেলগুলো বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন চাখার গ্রামের মোঃ বাচ্চু সিকদার, তাহার ভাই রিপন সিকদার সহ অজ্ঞাতনামা ২/৩জনের নিকট বিক্রয় করেন। এসময় বাচ্চুর নিকট হইতে আরো একটি চোরাই মটর সাইকেল উদ্ধার করেন। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়।