পরিবেশ সুরক্ষায় গাছ লাগান বারবার, পরিবেশের ভারসাম্য রক্ষার জেলা প্রশাসক বরিশালের অভিনব উদ্যোগ। আজ শনিবার সকাল ১১ টায়, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে। জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে, বন অধিদপ্তর বরিশাল এর সহযোগিতায়।
বরিশাল জেলার ১০ টি উপজেলা প্রায় ১ কোটি খেজুর গাছের বীজ বপনের কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ বরিশাল, মোঃ আবুল কালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক, হরিদাস শিকারী, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল, নুসরাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্কুল সভাপতি, ইকবাল আহমেদ আজাদসহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বরিশাল জেলার ১০ টি উপজেলায় আজ একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং নিজ উদ্যোগে প্রত্যেক গ্রামীণ সড়কের পাশে, বসতবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানর চারপাশে খেজুর গাছের বীজ বপন কর্মসূচির কর্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে তিনমাস ব্যাপী প্রায় ১ কোটি খেজুর গাছের বীজ বপন করা হবে।