বরিশালে ১৮০ জন রোগীকে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল।

:
: ৪ years ago

শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান এই স্লোগান নিয়ে আজ ১৮ মার্চ বুধবার দুপুর ১২ টার দিকে। বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রদত্ত অনুদানের, চেক বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, প্রবেশন অফিসার সমাজসেবা জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুসহ চেক গ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রদত্ত ১৮০ টি চেকের বিপরীতে ৯০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান। ক্যান্সার আক্রান্ত ৮৮ জন, কিডনী রেগে আক্রান্ত ৩২ জন, লিভার সিরোসিসে আক্রান্ত ০৯ জন, স্ট্রোকে প্যারালাইজড রোগে আক্রান্ত ২৫ জনকে, জন্মগত হৃদরোগে অাক্রান্ত ১৮ জনকে এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ০৮ জন মোট ১৮০ জন। ব্যক্তিদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসব রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে৷ বরিশাল সিটি করপোরেশন সহ জেলার ১০ উপজেলার ১৮০ জন রোগী কে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।