দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিনাঞ্চলের ১৫ টি রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রুপাতলীস্থ বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, বাস ভাংচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে আজও রুপাতলী বাসস্ট্যান্ড থেকে দক্ষিনাঞ্চলের ১৫ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বিকেলে বরিশাল ও ঝালকাঠি মালিক সমিতির বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এদিকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, গত বৃহষ্পতিবার সকালে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশালের বাস চলাচলে বাধা দেয় এবং ঝালকাঠির রায়াপুর নামক স্থানে বরিশালের বাসগুলো আটকে দেয়। এমনকি বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও স্টাফদের মারধর করে তারা।
এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবীতে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস মালিক ও শ্রমিকরা ১৫ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এর ফলে ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও খুলনার যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।মালিক সমিতি নেতৃবৃন্দ জানিয়েছেন ঝালকাঠি থেকে বরিশাল মালিক সমিতির বাস চলাচল করতে দিলেই সকলরুটের বাস চলাচল স্বাভাবিক করে দেয়া হবে।তবে ঝালকাঠি বাস মালিক সমিতির দাবী, বরিশালের রুপাতলীস্থ বাসস্ট্যান্ডের মালিক সমিতি অযৌক্তিকভাবে সকলরুটে যাত্রীবাহি পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। যেখানে ঝালকাঠি বাস মালিক সমিতি ন্যায্য হিস্যার দাবী তুলেছে, সেখানে দাবী পুরনে এগিয়ে না এসে সকলরুটে বাস চলাচল বন্ধ দেয়া অযৌক্তিক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com