বরিশালে ১৪২ স্থানে পশু কোরবানি

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বরিশাল সিটি করপোরেশন এলাকায় পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। ওইদিন দুপুর ২টা থেকে থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে কোরবানির যাবতীয় বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন।

বিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. রেজাউল কবির জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। কোরবানির দিন দুপুর ২টা থেকে বিসিসির ১ হাজার পরিচ্ছন্ন কর্মী বর্জ্য অপসারণের কাজ শুরু করবে। বর্জ্য অপসারণের কাজে ১৫টি গার্ভেজ ট্রাক, ২টি স্কেটলোডার, ১টি ব্যাক হুইল লোডার, ২টি পানির ট্রাক, ১০০টি ভ্যান বক্স এবং ৮০টি হ্যান্ড ট্রলি ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, সকাল থেকে দুপুরের মধ্যে কোরবানির কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। দুপুর ২টা থেকে বিসিসির পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণের কাজ শুরু করবে। প্রতিটি স্থান পানি দিয়ে ধুয়ে বি্লচিং পাউডার ছিটিয়ে দেয়া হবে। রাত ৮টার মধ্যে কোরবানির যাবতীয় বর্জ্য অপসারণ করা হবে বলে তিনি জানান।