করোনা ভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের দ্বিতীয় দিন বুধবার বরিশাল মহানগরী বিভিন্ন এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট টিম ৫ ব্যক্তি ও ৭ প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৬০০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে জানানো হয়েছে, ‘করোনার দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশে বুধবার সকাল থেকে দিনভর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে নগরীর হাসপাতাল রোড, বটতলা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। মাস্ক না পড়ে ঘোরাফেরা করার অপরাধে পাঁচ ব্যক্তিকে দুই হাজার ২০০ টাকা জরিমানা করেন তিনি।
একই সাথে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির অপরাধে অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। কোতয়ালী মডেল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন ড্রাগ সুপার অদিতি স্বর্ণা।
এদিকে, ‘নগরীর সদর রোড, কাকলির মোড়সহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই’র নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এসময় বিভিন্ন দোকানে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যানার বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থবিধি না মানা ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৪শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মিডিয়া সেলে আরও জানানো হয়েছে, ‘বরিশাল মহানগরী ছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যথারীতি ‘নো মাস্ক, নো সার্ভিস’ নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি অনুসরণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত করা হচ্ছে।
এসময় জরিমানার পাশাপাশি ‘নো মাস্ক, নো সার্ভিস’ সম্বলিত ব্যানার, স্টিকার বিতরণের পাশাপাশি জরিমানা করা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন মোবাইল কোর্টে টিম।
এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান বলেন, ‘বরিশালবাসীর কল্যাণে করোনা ভাইরাস সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com