বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকার অঞ্জন শো-রুমের সামনে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌকোস উপ-পুলিশ পরির্দশক(এসআই) মেহেদী, এএসআই সাইফুলসহ তাদের সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এসময় ব্যাহ ভর্তি ১২ কেজি গাঁজাসহ ফয়সাল নামের এক যুবককে আটক করে। আজ শনিবার(১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয় বলেও নিশ্চিত করেন পুলিশের ওই কর্মকর্তা।
আটকৃকত ব্যক্তি হলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী গ্রামের আবুল কালাম হাওলাদারের পুত্র ফয়সাল হাওলাদার।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান ফয়সাল নামের এক ব্যক্তিকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com