বরিশালে ১২০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে কাউনিয়া আবদুর রব সেরনিয়াবাত কলেজের পিছনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) তানজিল আহম্মেদ বলেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসায় অভিযান চালিয়ে ১২০পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।