জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ মঙ্গলবার বরিশাল ও গোপালগঞ্জ সফরে এসেছেন। বিমানে ঢাকা থেকে তিনি বরিশাল বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় বরিশাল জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ শত শত লোক তাকে স্বাগত জানান। এর পর তিনি সরাসরি বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয়ে চলে যান। সেখানে নতুন নির্বাচিত মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে তিনি বৈঠক করেন।
এ সময় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জার্মান রাষ্ট্রদূতকে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা দেখান বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এখানে উল্লেখ করা জরুরি, জলবায়ু পরিবর্তনের কারণে বরিশালে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতিকূলতা মোকাবেলায় ১১০ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান সরকার।’