নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন জিহাদীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উপদেষ্টা সৈয়দ নাসির আহমাদ কাওছার, মহানগরের সহ- সভাপতি মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা ইদরীস আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি কে.এম.শরীয়াতুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিতে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। বক্তারা বলেন, নির্বাচন কালীন নিরপেক্ষ সরকার গঠনের পর থেকে সেনা মোতায়েন এবং নির্বাচনের দিন তাদের হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে।
দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান বক্তারা। সমাবেশে শেষে জেলা প্রশাসক বরাবর ১০ দফা দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com