বরিশালে অনেকটা আকস্মিকভাবে ১ ঘন্টা ১০ মিনিট বন্ধ ছিলো মোবাইল টেলিকম কোম্পানি গ্রামীণফোনের নেটওয়ার্ক। রোববার (২৮ অক্টোবর) রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত এই কোম্পানির সীমে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিলো না।
কোন ধরনের ঘোষণা ছাড়াই নেটওয়ার্ড বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে বরিশালের গ্রাহকরা।
একাধিক গ্রাহক জানিয়েছে- সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট থেকে কল দিলে নো নেটওয়ার্ক সংকেত দেখানো হচ্ছে। কিন্তু এই বিষয়ে গ্রাহকদের আগ্রীম কোন নির্দেশনা দেয়নি গ্রামীন ফোন কোম্পানি।
এমনকি কি কারণে নেটওয়ার্ক বন্ধ ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি।’