বরিশাল নগরীর কাটপট্টি এলাকার বিভিন্ন ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন। এসময় নকল ওষুধ বিক্রির অপরাধে সেখানকার তিনটি ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফার্মেসিগুলো থেকে জব্দ করা হয় প্রায় লাখ টাকা মূল্যের নকল ওষুধ। বৃহস্পতিবার দুপুরে ওষুধ প্রশাসন ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, ‘নগরীর কাটপট্টি এলাকার ফার্মেসিগুলো নকল ওষুধে সয়লাব। এমন খবরের ভিত্তিতে দুপুরে ওই এলাকার বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় সেখানকার তিনটি ফার্মেসিতে তল্লাশী করে প্রায় এক লক্ষ টাকা বাজার মূল্যের নকল ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নকল ওষুধ মজুদ রেখে বিক্রির দায়ে কাটপট্টির ঢাকা ফার্মেসিকে ৩০ হাজার, তালুকদার ফার্মেসিতে ২০ হাজার এবং ইস্টার্ন ফার্মেসি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com