বরিশালে ০১ জন ভূয়া সাংবাদিক ও প্রতারক গ্রেফতার করেছে র‌্যাব-৮

লেখক:
প্রকাশ: ৪ years ago

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

ধারাবাহিকতায় ২০ জুন ০২.২৫ ঘটিকায় র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল মোঃ মাসুদ আলম(২৬), পিতাঃ মোঃ মোস্তফা মুন্সি, সাংঃ কাছিছিড়া, থানাঃ সদর, জেলাঃ পটুয়াখালী বর্তমান ঠিকানা সাংঃ সাগরদী ধান গবেষনা রোড, থানাঃ কোতয়ালী, বিএমপি বরিশাল’কে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন সাগরদী ধান গবেষনা এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ মাসুদ আলম(২৬) নিজেকে এসডি টিভির বরিশাল বিভাগে ব্যুরোচিফ, কখনো সিকিউরিটি কোম্পানীর মালিক, কখনো শিল্পপতি হিসাবে পরিচয় দিত।

এছাড়াও সে দীর্ঘ দিন যাবৎ সহজ সরল লোকজন দের চাকুরী দেওয়ার ফাঁদে বিকাশের মাধ্যমে অর্থ আত্নসাৎ করে আসছে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে সে নিজেকে অনুমোদনহীন এসডি টিভির একজন সাংবাদিক হিসেবে স্বীকার করে। তিনি এস ডি টিভির চেয়ারম্যান তোফিজ উদ্দিন  সবুজ শাহী এর প্ররোচনায় ও যোগসাজোশে দেশের বিভিন্ন এলাকায় এসডি ঠিভির চ্যানেলের নিয়োগ বিজ্ঞপ্তি তার মোবাইলের ফেইসবুক আইডিতে প্রচার করতো। নিয়োগ বিজ্ঞপ্তিতে সাংবাদিক হওয়ার আগ্রহ ও প্রলোভন দেখিয়ে ভুয়া এস ডি টিভি চ্যানেলের আইডি কার্ড প্রদান করে বিভিন্ন
লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতো।

গ্রেফতারকৃত মোঃ মাসুদ আলম(২৬) এর তোষাকের নিচ থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেল এর আইডি কার্ড সম্বলিত ছবি এবং ম্যাসেঞ্জারে কথোপকোথনের ১২ টি স্কীন শর্টের কপি উদ্ধার করা হয়। এছাড়াও তিনি আরো বিভিন্ন লোকজনদেরকে চাকুরী দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা পয়সা নিয়ে চাকুরী না দিয়ে উক্ত টাকা আত্নসাৎ করেছে এবং নিজেকে সাংবাদিক বলে সাধারণ লোকজন এর সাথে প্রতারণা করে বিভিন্ন সময়ে টাকা আত্নসাৎ করে বলে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

যে সকল ভিকটিম প্রতারিত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য র‌্যাব কাজ করছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার জন্য র‌্যাবের এ ধরণের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।