বরিশাল নগরীর সদর রোডস্থ আবাসিক হোটেল এরিনা থেকে মিরন চন্দ্র হালদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) মোঃ মোকতার হোসেন, পিপিএম , বিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি(তদন্ত) আসাদুজ্জামান জানান মিরন চন্দ্র হালদার নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মৃত মিরন চন্দ্র হালদার প্যারামেডিকেল ডাক্তার। সে বাকেরগঞ্জের একটি বে-সরকারী ক্লিনিকে চাকুরি করতেন বলেও নিশ্চিত করেন তিনি।
আজ রোববার দুপুর সোয়া ২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সূত্রে জানা গেছে বরিশাল নগরীর আবাসিক হোটেল এরিনার ৬০৮ নং কক্ষ ভাড়া নেন মিরন।
তবে তার হাতে ক্যানোলা পড়া আছে বলেও নিশ্চিত হওয়া গেছে।
তবে এটি হত্যা না আত্মহত্যা তদন্ত না করে বলা যাচ্ছে না বলে জানান কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম।
সূত্রে জানা গেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের বরুন চন্দ্র হালদারের পুত্র মিরন চন্দ্র হালদার।