হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল আরোহীর কাছে জ্বালানী তেল বিক্রি না করার জন্য পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
আজ ৪ই সেপ্টেম্বর মঙ্গলবার বরিশাল নগরীর বিএম স্কুল রোড এলাকায় নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার খাইরুল আলমের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের প্রতি এই নির্দেশ দওয়া হয়। এছাড়াও যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের লার্নার (শিক্ষনবীস) ও কাগজপত্রবিহীন যান মালিকদের যথাযথ কাগজপত্র করতে উদ্বুদ্ধ করাসহ ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তায় বৃদ্ধির নির্দেশ দেওয়া হয় ওই সভায়।
সভায় ফিলিং স্টেশন মালিকরা আশংকা করেন, হেলমেট ছাড়া জ্বালানী তেল বিক্রি বন্ধ হলে মোটরসাইকেল আরোহীরা বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারেন। এ কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়নের শুরুর দিকে সবগুলো ফিলিং স্টেশনে নজরদারী সহ টহল জোড়দার করার কথা বলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা।
সভায় অংশগ্রহণকারী নগরীর রূপাতলীর হাজী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. জুবায়ের আলম জানান, সব মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়তে বাধ্য করতে ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. খাইরুল আলম নানা দিক নির্দেশনা দিয়েছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশের সহায়তায় সবগুলো ফিলিং স্টেশনে সচেতনতামূলক ব্যানার টাঙাবে পেট্রোল পাম্প ওনার্স এসোশিয়েশন। ব্যানার টাঙানোর পর থেকে বাস্তবায়ন হবে এই সিদ্ধান্ত।
সভার সভাপতি ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. খাইরুল আলম বলেন, হেলমেট ছাড়া জ্বালানী তেল বিক্রি বন্ধের সিদ্ধান্তে কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখালে ট্রাফিক বিভাগ এবং পুলিশের টহল দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পুলিশের কাছে ভিডিও ক্যামেরা দেওয়া থাকবে, কেউ অন্যায় আচরণ করলে ভিডিও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হেলমেট পড়াতে বাধ্য করা ছাড়াও যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের লার্নার ও কাগজপত্রবিহীন যান মালিকদের যথাযথ কাগজপত্র করতে উদ্বুদ্ধ করা হয় সভায়। শুধু ফিলিং স্টেশনে নয়, জ্বালানী তেলের ডিলার এবং খুচড়া জ্বালানী ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করে তাদেরও হেলমেট ছাড়া জ্বালানী তেল বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়ার কথা বলেন ট্রাফিক বিভাগের উপ-কমিশনার খাইরুল আলম।
সভায় ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. আব্দুল হালিম, সহকারী কমিশনার ফাইজুর রহমান এবং ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) শামসুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বরিশালে মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা ফেরাতে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন কীর্তনখোলা নদীর তীরে ও মুক্তিযোদ্ধা পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উপ-কমিশনার।