প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০১৯, ১০:০৭ অপরাহ্ণ
বরিশালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান।

আজ ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় নগরীর কালিবাড়ি রোডস্থ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে, জেলা সমাজসেবা কার্যালয় বরিশালের আয়োজনে। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০১৯ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর বরিশাল আব্দুর রশিদ খান, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল শহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মশালায় অংশগ্রহণকারী ৫০ জন হিজড়া।
৫০দিনব্যাপী হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার শুরুতে অতিথিরা কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। কর্মশালায় হিজড়াদের কম্পিউটার ও সেলাই কাজের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশালের পক্ষ থেকে প্রত্যেক হিজড়াকে শীতবস্ত্র কম্বল দেয়া হয়। পাশাপাশি সমাজসেবা অধিদফতর এর পক্ষ থেকে প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে দেয়া হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com