বরিশালে হাসপাতালে প্রকৌশলীকে ‘মারধর’

লেখক:
প্রকাশ: ৪ years ago

‘বিলের রশিদ চাওয়ায়’ বরিশালে একটি বেসরকারি হাসপাতালে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর বগুড়া রোডে অবস্থিত ‘সাউথ বেঙ্গল ক্লিনিকে’ এ ঘটনা ঘটে ওই প্রকৌশলীর অভিযোগ।

শহিদুল ইসলাম নামের এই সরকারি কর্মকর্তা বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী।

তিনি অভিযোগ করেন, দুই সপ্তাহ আগে সাউথ বেঙ্গল ক্লিনিকে তার ভাগ্নে সুমন গাজীর হাতে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারসহ চিকিৎসা বাবদ ৩৪ হাজার ৫শ টাকা নেয় ক্লিনিক কর্তৃপক্ষ।

হাত অস্ত্রোপচারের স্থান ড্রেসিং করানোর জন্য মঙ্গলবার বিকালে সুমন গাজীকে নিয়ে ক্লিনিকে আসেন বলে তিনি জানান।

তিরি বলেন, তাদের কাছে আরও ১০ হাজার টাকা দাবি করেন ক্লিনিক মালিক ডা. হাবিবুর রহমান। এ সময় আগে পরিশোধ করা ৩৪ হাজার ৫শ টাকার রশিদ চান তিনি।

এই সময় ক্লিনিক মালিক রশিদ দিতে গড়িমসি করলে তাদের মধ্যে তর্ক বাধে বলে শহিদুলের অভিযোগ।

“এক পর্যায়ে ক্লিনিক মালিক বহিরাগত সন্ত্রাসীদের খবর দেন। ক্লিনিকে এসে কয়েকজন বহিরাগত আমাকে মারধর করে।”

এই সময় তিনি ৯৯৯ এ ফোন করে সহায়তা চান বলে জানান প্রকৌশলী শহিদুল ইসলাম।

এই ব্যাপারে ক্লিনিক মালিক হাবিবুর রহমান বলেন, তাকে রাজাকার বলে কটুক্তি করেন রোগীর সঙ্গে আসা এক ব্যক্তি। রাজাকার বলায় তিনি তার স্বজনদের খবর দিয়েছিলেন। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

থানার এসআই রুম্মান আহমেদ বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতোয়ালি থানা পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।